কলকাতা সংবাদদাতা : দিল্লি ফেরার পথে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষনিকের সাক্ষাত। দুজনের মধ্যে কথা হয় সামান্য সময় । মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে ছিলেন পুর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম, মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়। দুইনেতার সাক্ষাতকে নেহাতই সৌজন্য সাক্ষত বলে দাবি তৃণমূল, বিজেপি দুপক্ষেরই। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে মোদী-মমতা এই সাক্ষাত নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। উল্লেখ্য গৌড়ীয় মঠের একটি অনুষ্ঠানে যোগ দিতে রবিবার একদিনের ঝটিকা সফরে কলকাতায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেখানেও ছিল একপ্রস্থ নাটক। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের রাস্তায় বিক্ষোভ যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের। আজ সন্ধে সাড়ে ছ’টা নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। সন্ধে ছ’টা কুড়ি নাগাদ বাবুঘাটের দিক দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদের ৩০-৩৫জন সমর্থক। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। তারাই বিক্ষোভকারীদের গ্রেফতার করে লালবাজারে পাঠিয়ে দেয়। এর প্রায় ১৫-২০ মিনিট পর সেখানে পৌঁছোন প্রধানমন্ত্রী।