আন্তর্জাতিক ডেস্ক: গত শুক্রবার কুয়ালালামপুরের একটি রেলওয়ে স্টেশন থেকে অস্ত্র ও জিহাদি ডকুমেন্ট সহ ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ এক ট্যুইট বার্তায় মালয়েশীয় পুলিশের আই জি খালিদ আবু বকর জানিয়েছেন এ খবর নিশ্চিত করেছেন। রাজধানীর কেন্দ্রস্থলের কাছে জেলাটিক স্টেশন থেকে শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে টুইটারে জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
উল্লেখ গত বৃহস্পতিবার প্রতিবেশী ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার পর থেকে মালয়েশিয়াজুড়ে উচ্চ নিরাপত্তা সতর্কাবস্থা চলছে। জাকার্তার ওই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে চালানো ওই হামলায় সাতজন নিহত হন। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্টি ইসলামিক এস্টেট (আই এস)।ইন্দোনেশিয়ার পুলিশও আই এসের সংশ্লিষ্টতার খবর নিশ্চিত করেছে।