News71.com
 International
 22 Feb 16, 02:01 AM
 811           
 0
 22 Feb 16, 02:01 AM

অস্ট্রেলিয়ায় এই প্রথম ‘মুসলিম’ রাজনৈতিক দল 'অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’র আত্মপ্রকাশ ।।

অস্ট্রেলিয়ায় এই প্রথম ‘মুসলিম’ রাজনৈতিক দল 'অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’র আত্মপ্রকাশ ।।

 

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় মুসলমানদের প্রতিনিধিত্ব করার জন্য প্রথমবারের মতো একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটি অস্ট্রেলিয়ার আগামী জাতীয় নির্বাচনে সিনেটের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। উল্লেখ্য বর্তমানে অস্ট্রেলিয়ায় অনেকগুলো ইসলামবিরোধী রাজনৈতিক দল আছে। কিন্ত মুসলমানদের পক্ষে কোন রাজনৈতিক দল ছিলনা। এই নতুন দল অষ্টেলিয়ায় মুসলমানদের স্বার্থ রক্ষায় কাজ করবে।

অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’ নামে দলটির প্রতিষ্ঠাতা দিয়া মোহম্মদ বলেছেন, মুসলমানদের জন্য একটি ‘জোরাল কণ্ঠস্বর’ চান তিনি। তিনি বলেন, ‘বিশেষভাবে ইসলাম ও মুসলমানদের বিরোধিতা করার মতো অনেক দলই আছে (অস্ট্রেলিয়ায়), কিন্তু মুসলমানদের কোনো অফিসিয়াল প্রতিনিধি নেই।’এখন থেকে তার দল এই কাজটিই করবে।

প্যারিসে সন্ত্রাসী হামলা চালানোর পরপরই কেন মুসলিম রাজনৈতিক দল গঠন করলেন এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন ৩৪ বছর বয়সী ব্যবসায়ী দিয়া মোহম্মদ। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে তা নিয়ে আসছে দিনগুলোতে অনেক প্রশ্ন উঠবে, আর এই কারণেই আমরা দলটি গঠন করেছি। এ ধরনের দল গঠন করার এটিই উপযুক্ত সময়।’

প্যারিস হামলার নিন্দা জানিয়ে দিয়া মোহম্মদ বলেন, ইসলামে নিরপরাধ মানুষকে হত্যা না করতে কঠোরভাবে নিষেধ করেছে। তবে প্যারিস হামলার মতো কোনো হামলার জের ধরে কোনো মুসলিম দেশকে দখল করা তার দল এমন কাজকে কখনই সমর্থন করবে না বলে জানিয়েছেন দিয়া মোহম্মদ।

তিনি বলেন, ‘আমাদের দেখতে হবে আগে কী হয়েছে। আমরা আফগানিস্তান দখল করলাম, ইরাক দখল করলাম, কিন্তু যে বিপর্যয়ের মধ্যে ছিলাম এখনও সেখানেই আছি। তাই অতীতে যে পদ্ধতিতে কাজ হয়নি তা কি আমি সমর্থন করতে পারি? না, পারি না।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন