News71.com
 International
 22 Feb 16, 02:08 AM
 908           
 0
 22 Feb 16, 02:08 AM

ব্রাজিল এবার জিকা ঠেকাতে কাজে লাগাচ্ছে চালক বিহীন বিমান ড্রোনকে ।।

ব্রাজিল এবার জিকা ঠেকাতে কাজে লাগাচ্ছে চালক বিহীন বিমান ড্রোনকে ।।

আন্তর্জাতিক ডেস্ক : কোন যুদ্ধ ক্ষেত্র হা জঙ্গী আস্তানায় নয় আলোচিত প্রযুক্তি চালকবিহীন বিমান (ড্রোন) এবার কাজে লেগেছে জিকার জীবানুর বাহি মশার বিরুদ্ধে । চীনা গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, জিকা ভাইরাস ছড়ানো এডিস মশার প্রজননক্ষেত্র শনাক্ত ও ধ্বংসে ড্রোন ব্যবহার করছে ব্রাজিলের বেশ কয়েকটি নগর সরকার। বিভিন্ন বাড়ির বাগানে, চিলেকোঠায় এবং অন্যান্য জায়গায় মশা খুঁজে বের করতে ড্রোনকে কাজে লাগাচ্ছে ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোর সরকার।

সাও পাওলোর মেয়র ফার্নান্দো হাদ্দাদ বলেন, ‘জিকা ভাইরাস সম্পর্কে সচেতনতা সংক্রান্ত কাজে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন বাড়িতে যাওয়ার পর অনেক বাড়ির বাসিন্দাদের উপস্থিত পাওয়া যায় না। সেক্ষেত্রে বাড়িগুলোতে এডিস মশার কোনো প্রজননক্ষেত্র আছে কি না- তা খুঁজে বের করতে ড্রোন খুব উপকারী।’ ইতিমধ্যেই এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা বেশ সফল বলেও মনে করেন মেয়র।

উল্লেখ্য ব্রাজিল সহ আমেরিকার বেশ কয়েকটি দেশ জিকা ভাইরাস নিয়ে বিপদজ্জনক অবস্থায় রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানে সাস্থ্যগত জরুরী অবস্থাও জারি করেছেন। এর আগেই জিকা ভাইরাস রুখতে স্মার্টফোন অ্যাপস চালু করেছিল ব্রাজিল। জিকার আক্রমণে গত বছরের অক্টোবর থেকে ব্রাজিলে ৩৮৯৩টি শিশু ছোট মস্তিষ্ক নিয়ে জন্ম গ্রহণ করার খবর পাওয়া গেছে। যেখানে আগে একই সময়ে মাত্র ১৬০টি শিশু এ ধরনের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন