মনোজ কুমার, মালয়েশিয়া থেকে ।। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি বলেন "কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়া বা দেশে মেয়াদ বাড়িয়ে আছে এমন বিদেশী কর্মী গ্রেপ্তার এবং তাদের দেশে ফেরত পাঠানো হবে," গত শনিবার তিনি মুয়ার তুয়াং ক্যাম্পে সৈন্যদের সঙ্গে একটি নৈমিত্তিক সভায় উপ প্রধানমন্ত্রী বলেন , অবৈধ বিদেশী কর্মীদের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি তিনি বলেন, সরকার বিদেশী কর্মীর প্রোগ্রামের উপর ফোকাস করা এবং তা নিশ্চিত করার জন্য কোন বিদেশী শ্রমিকদের দেশে প্রবেশ জন্য উদ্যোক্তা বাড়াবে ।
মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদী বলেন এটা আশা করা হয়েছিল যে মালয়েশীয়, বিশেষত তরুণ-তরুণীরা, সরকারের আহবানে সাড়া বিভিন্ন প্রকার অর্থনৈতিক কাজকর্মে নিজেদের সম্পৃক্ত করবে এবং ধীরে ধীরে পরিণত জন্য জাতিতে রূপান্তরিত হবে। বিদেশ থেকে নতুন করে জনশক্তি আমদানির বিষয়ে তিনি বলেন জনশক্তি আমদানি ততক্ষন স্থগিতাদেশ বহাল থাকবে যতক্ষণ না সরকার শিল্পের জনশক্তি চাহিদাপত্রে সন্তুষ্ট হয় । সমাবেশের আগে মালয়েশিয়ান সেনাবাহিনীর ১০০০ চৌকস সদস্য তাদের নৈপুন্য ও কুচকাওয়াজে প্রদর্শন করে।
মালয়েশিয়া আগামী তিন থেকে পাঁচ বছর ধরে ১৫লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগ করবে এমন প্রসঙ্গে তিনি বলেন কত শ্রমিক বাংলাদেশ থেকে আনা হবে জা মালয়েশিয়ার চাহিদা পত্রের উপর নির্ভর করবে।
মালয়েশিয়া সরকার বাংলাদেশ ছাড়াও অন্যান্য সাত উৎস দেশ, যথা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, কম্বোডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের সঙ্গে সমঝোতা স্মারক মধ্যে প্রবেশ করেছে বলে জানান তিনি। দাঙ্গা বলেন মালয়েশিয়ান এবং বাংলাদেশ সরকার বৃহস্পতিবার তিনি ঢাকায় যে চুক্তি স্বাক্ষর করেছে তার মধ্যে মধ্যে বাংলাদেশী শ্রমিকের সংখ্যা উল্লেখ নাই ।
জানাগেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় শ্রম বাজার তথ্য ও বিশ্লেষণ তার ইনস্টিটিউট মাধ্যমে বিদেশী শ্রমিকদের জন্য মালয়েশিয়ার চাহিদা উপর একটি সমীক্ষা পরিচালনা করছে। সমিক্ষাটি গত চার থেকে পাঁচ মাস চলছে এবং আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা সম্পন্ন হবে বলে আশা করছে দেশটির সরকার। যদিও মালয়েশিয়ার সরকার মনে করছে তাদের মাত্রাতিরিক্ত বিদেশী শ্রমিকদের উপর নির্ভরশীল হওয়া ঠিক হবে না।