কলকাতা সংবাদদাতা : মোদির সচ্ছ ভারত মিশনের এক অগ্র সেনানি হত দরিদ্র বৃদ্ধা কুনওয়ার বাঈ ।নিজের কাজের পুরস্কারও পেলেন সাথে সাথে ।ভারতের প্রত্যন্ত গ্রামের বৃদ্ধা কুনওয়ার বাঈকে উত্তরীয় পরিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদির এই সৌজন্যতায় মুগ্ধ উপস্থিত সকলেই।
ভারতের ছত্তিশগড়ের ধামতারি জেলার বৃদ্ধা কুনওয়ার বাঈ। বয়সের কোটা একশ পেরিয়েছে আরো চার বছর আগে। যে গ্রামে তিনি বাস করেন সেখানে সবাই খোলা টয়লেট ব্যবহার করে। অর্থাৎ শৌচকর্মের জন্য আলাদা কোনো স্থান নেই তাদের।
জীবনের প্রায় শেষ সময়ে এসে কুনওয়ার বাঈ শুনতে পেলেন পরিষ্কার ভারত গড়তে হলে খোলা শৌচাগার ব্যবহার করা উচিত নয়। প্রত্যেকের বাড়িতে অবশ্যই আলাদা শৌচাগার থাকা প্রয়োজন। আর এতে উদ্বুদ্ধ হয়ে নিজের বাড়িতে শৌচাগার তৈরির পরিকল্পনা করলেন তিনি। কিন্তু এ ক্ষেত্রে প্রধান বাধা হলো অর্থ। তাই শৌচাগার তৈরির অর্থ জোগাড় করতে বৃদ্ধ কুনওয়ার বাঈ বিক্রি করে দিলেন শখ করে পোষা ৮-১০টি ছাগল।