News71.com
 International
 23 Feb 16, 09:31 AM
 1004           
 0
 23 Feb 16, 09:31 AM

চীনকে পরাস্ত করে খুলনায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ পাচ্ছে ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ভেল।।

চীনকে পরাস্ত করে খুলনায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজ পাচ্ছে ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ভেল।।

নিউজ ডেস্ক : চীনকে পরাস্ত করে খুলনায় কয়লাচালিত তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বড় একটি কাজ পাচ্ছে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড (ভেল-বিএইচইএল)। প্রায় ১৬০ কোটি ডলারের এ বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি স্বাক্ষর হওয়ার কথা শিগগিরই।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানাচ্ছে খুলনায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গত বেশ কয়েক বছর ধরে বাণিজ্যিক প্রতিযোগিতা চলছিল এ অঞ্চলের দুই প্রধান শক্তিধর দেশ  ভারত ও চীনের মধ্যে। সেই লড়াইয়ে চীনকে পরাস্ত করেছে ভারতের বিএইচইএল- ভেল। দীর্ঘ সময় ধরে বোঝাপড়ার পর এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি হতে যাচ্ছে আগামী ২৮শে ফেব্রুয়ারি। নয়াদিল্লি ও ঢাকার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে সাম্প্রতিক সময়ে সফলতা দেখিয়েছে চীন। এর মাধ্যমে তারা এ অঞ্চলে আধিপত্য বিস্তারের একটি প্রচেষ্টা দেখিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের দক্ষিনাঞ্চলের শহর খুলনায় এ প্রকল্পের কাজ পাওয়ার চেষ্টা করে। কিন্তু ভারত তাদেরকে সফল হতে দেয় নি। বাংলাদেশের এ কাজটি পাওয়ার খবর ভারতীয় কর্মকর্তাদের জন্য নিশ্চয় একটি সুখবর বয়ে আনবে, যারা বেইজিংয়ের অগ্রযাত্রায় এতদিন অস্বস্তিতে ছিলেন।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের মুখপাত্র আনওয়ারুল আজিম বলেছেন, এ কাজের সর্বনিম্ন দরদাতা ছিল ভারত সরকারের প্রতিষ্ঠান বিএইচইএল বা ভেল । ভারত সরকারের এক কর্মকর্তা বলেছেন, ভারত সরকারের  বৈদেশিক বিনিয়োগে সহায়ক এক্সিম ব্যাংক বিএইচইএল’কে প্রকল্পের শতকরা প্রায় ৭০ ভাগ অর্থ দেয়ার প্রস্তাবে সমর্থন দিয়েছে। এক্ষেত্রে শতকরা প্রায় ১ ভাগ সুদ ধরা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন