আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে চায়না তার কৃত্রিম দ্বীপপুঞ্জে রাডারসহ অন্যান্য সামরিক স্থাপনা বসাচ্ছে। একটি আমেরিকান থিংক ট্যাংক এ কথা জানিয়ে বলেছে, এতে ওই ভূচিত্রের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে।
সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) প্রকাশিত কার্টেরন রিফের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, চীন উচ্চক্ষমতা সম্পন্ন রাডারসহ লাইট হাউজ, ভূগর্ভস্থ বাঙ্কার, হেলিপ্যাড এবং অন্যান্য যোগাযোগ স্থাপনা তৈরি করছে।
গত সপ্তাহে চীন ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেছে, এটি তাদের সার্বভৌম অধিকার।
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মঙ্গলবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে এটিও এজেন্ডা হিসেবে থাকছে।
উল্লেখ্য গত মাত্র এক সপ্তাহ আগে মার্কিন কর্মকর্তারা বলেছিলেন, চীন তার কৃত্রিম দ্বীপপুঞ্জে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই অঞ্চল নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা তীব্র হয়েছে।
সিএসআইএস বলছে, কার্টেরন রিফে চীনের উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার স্থাপনের মাধ্যমে মালাক্কা প্রণালী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য চ্যানেল থেকে উত্তর দিকে আসা ভূমি ও আকাশে যে কোন তৎপরতা মনিটরের সক্ষমতা চীনের উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।
সিএসআইএস আরো বলছে, অন্যান্যের মধ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এইচকিউ-৯ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি খুবই উল্লেখযোগ্য। তবে এর মাধ্যমে দক্ষিণ চীন সাগরে সামরিক ভারসাম্য নষ্ট হবে না। কিন্তু নতুন রাডার স্থাপনের মাধ্যমে ওই অঞ্চলের ভূচিত্রের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে।
দক্ষিণ চীন সাগরের প্রায় সবটাই চীন দাবি করছে। যদিও তাইওয়ানের মতো অন্যান্য দেশও দক্ষিণ চীন সাগরের অন্যতম দাবিদার।
গত সপ্তাহে কেরি সাংবাদিকদের বলেন, চীন ওই অঞ্চলকে দিন দিনই সামরিকীকরণ করে চলেছে। এর প্রতিটি ধাপেরই প্রমাণ রয়েছে, যা গভীর উদ্বেগের। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে ওই অঞ্চলে উত্তেজনা কমাতে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।