নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ধারণা করছেন, এই নির্বাচনে দুই দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বী হবেন হিলারি ক্লিনটন। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, তাদের দুই জনের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটও পড়বে। সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাউথ ক্যারোলাইনায় প্রাইমারি নির্বাচনে বিজয়ী হওয়ার পরের দিন সকালে ট্রাম্প এ সাক্ষাৎকার দেন।
নিজের প্রতি আত্মবিশ্বাসী হলেও অন্য কারও সম্ভাবনাও উড়িয়ে দেওয়ার বিপক্ষে তিনি। তবে শেষ পর্যন্ত রিপাবলিকানদের পক্ষে চূড়ান্ত প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেকেই দেখছেন ট্রাম্প। আর তার প্রতিপক্ষ হিসেবে দেখছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে। হিলারি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি অকপটেই বলছি, অভিযুক্ত করা ছাড়া তাকে থামানোর আর কোনো উপায় নেই।’ তিনি বলেন, ‘আমার মনে হয় শেষ পর্যন্ত আমি আর হিলারিই থাকব নির্বাচনে।’ তাদের দুজনের প্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে রেকর্ড পরিমাণ ভোট পড়বে বলেও ভবিষ্যদ্বাণী করেন ট্রাম্প।