নিউজ ডেস্ক : এটিএম’ থেকে ঝরবে জল। সচরাচর এমনটি দেখা যায়না । এটিএম থেকে টাকা তোলার সঙ্গে মানুষ পরিচিত থাকলেও এবার পানি কেনার জন্য একই ধরনের ব্যবস্থা চালু করা হচ্ছে ভারতের দক্ষিনের শহর হায়দ্রাবাদে।
গতকাল মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানীতে এ ব্যবস্থা চালুর প্রস্তাব করেছেন মহানগর পানি সরবরাহ ও স্যুয়ারেজ বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক বি জনার্ধন রেড্ডি।
সোমবার একটি বৈঠকে ‘ওয়াটার এটিএম’ বসানোর পরিকল্পনা নিয়ে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। প্রস্তাব অনুযায়ী, এসব এটিএম থেকে এক রুপির বিনিময়ে এক লিটার শীতল পানি পাবেন পথচারীরা।