News71.com
 International
 24 Feb 16, 01:15 AM
 814           
 0
 24 Feb 16, 01:15 AM

ভারতে ট্রেনে কনডম দেয়ার চিন্তা রেল কর্মকর্তাদের ।। দিতে বাঁধা নেই শুধু দরকার রেলবোর্ডের অনুমতি

ভারতে ট্রেনে কনডম দেয়ার চিন্তা রেল কর্মকর্তাদের ।। দিতে বাঁধা নেই শুধু দরকার রেলবোর্ডের অনুমতি

নিউজ ডেস্ক : এবার ট্রেনে ব্যবহারের জন্য কনডমও দেওয়া হোক৷ এমনই দাবি করেছেন ভারতের একজন রেলযাত্রী৷ গত ১৬ ফেব্রুয়ারি রেলের অভিযোগ ওয়েবসাইটে এমন দাবি করার পর রীতিমতো স্তম্ভিত রেল কর্মকর্তারা৷ তবে যাত্রীটি তার দাবীর স্বপক্ষে যথেষ্ট যুক্তি দেখিয়েছেন৷

দাবিতে বলা হয়েছে, এসি প্রথম শ্রেণিতে দু'জনের জন্য যে নির্ধারিত কুপ রয়েছে সেই সকল যাত্রীর ক্ষেত্রে এই পরিষেবা বিশেষ প্রয়োজনীয়৷ কারণ, ওই কুপে সাধারণত স্ত্রী বা বান্ধবীকে নিয়েই যাত্রা করেন অনেকে৷ অনেকে আবার নববিবাহিত৷ দীর্ঘ যাত্রায় দু'জন নিবিড় হতে এই পরিষেবা দেওয়া রেলের জরুরি বলে যাত্রীর দাবি৷

এ ব্যাপারে রেলের পক্ষে জানানো হয়েছে, রেলে ওষুধ জোগান দেওয়ার আইন থাকলেও কনডম এ সংক্রান্ত বিষয়ে না পড়ায় তা নিয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না৷ যদিও আইআরসিটিসির পক্ষে জানা গেছে, বিশেষ কুপের ক্ষেত্রে কনডম জোগান দেওয়াটা কোনো অসুবিধাই নেই রেল কতৃপক্ষের । শুধুমাত্র আইনটির জন্য রেলবোর্ডের অনুমতি নিতে হবে৷

উল্লেখ্য ইতিমধ্যেই প্রথম শ্রেণিতে যাতায়াতকারী যাত্রীদের একাংশ এই দাবিতে সহমত পোষণ করেন৷ তাঁদের কথায়, রাজধানী এক্সপ্রেসে দু'জনের ব্যবহারকারী কুপের ভাড়া দিল্লি পর্যন্ত ৯৭৩০ টাকা৷ মুম্বাই মেলে ওই কুপের ভাড়া মুম্বাই পর্যন্ত ৯৭৮০ টাকা৷ চেন্নাই মেলে চেন্নাই পর্যন্ত কুপের ভাড়া ৮৭২০ টাকা৷

যাত্রীদের দাবী দীর্ঘপথ ও বেশি ভাড়া দিয়ে যাত্রার সময়ে এই পরিষেবা চাওয়াটা অমূলক নয়৷ রেল জানিয়েছে, কনডম জোগান দেওয়াটা কোনো অশালীনতার লক্ষণ নয় বরং সচেতনতার নজির৷ বেশ কয়েক বছর আগে রেল কনডম জোগান দিতে ভেন্ডিং মেশিন লাগিয়েছিল হাওড়া, শিয়ালদহের মতো বড় স্টেশনের শৌচালয়ে৷ ৫ টাকার কয়েন ফেললেই মিলত কনডম৷ এইডস সচেতনতার জন্য এমন পদক্ষেপ করা হয়েছিল৷ যাত্রীরা তা ব্যবহার না করায় সে সব মেশিন এখনো পড়ে রয়েছে নষ্ট অবস্থায়৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন