নিউজ ডেস্ক : এবার ট্রেনে ব্যবহারের জন্য কনডমও দেওয়া হোক৷ এমনই দাবি করেছেন ভারতের একজন রেলযাত্রী৷ গত ১৬ ফেব্রুয়ারি রেলের অভিযোগ ওয়েবসাইটে এমন দাবি করার পর রীতিমতো স্তম্ভিত রেল কর্মকর্তারা৷ তবে যাত্রীটি তার দাবীর স্বপক্ষে যথেষ্ট যুক্তি দেখিয়েছেন৷
দাবিতে বলা হয়েছে, এসি প্রথম শ্রেণিতে দু'জনের জন্য যে নির্ধারিত কুপ রয়েছে সেই সকল যাত্রীর ক্ষেত্রে এই পরিষেবা বিশেষ প্রয়োজনীয়৷ কারণ, ওই কুপে সাধারণত স্ত্রী বা বান্ধবীকে নিয়েই যাত্রা করেন অনেকে৷ অনেকে আবার নববিবাহিত৷ দীর্ঘ যাত্রায় দু'জন নিবিড় হতে এই পরিষেবা দেওয়া রেলের জরুরি বলে যাত্রীর দাবি৷
এ ব্যাপারে রেলের পক্ষে জানানো হয়েছে, রেলে ওষুধ জোগান দেওয়ার আইন থাকলেও কনডম এ সংক্রান্ত বিষয়ে না পড়ায় তা নিয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না৷ যদিও আইআরসিটিসির পক্ষে জানা গেছে, বিশেষ কুপের ক্ষেত্রে কনডম জোগান দেওয়াটা কোনো অসুবিধাই নেই রেল কতৃপক্ষের । শুধুমাত্র আইনটির জন্য রেলবোর্ডের অনুমতি নিতে হবে৷
উল্লেখ্য ইতিমধ্যেই প্রথম শ্রেণিতে যাতায়াতকারী যাত্রীদের একাংশ এই দাবিতে সহমত পোষণ করেন৷ তাঁদের কথায়, রাজধানী এক্সপ্রেসে দু'জনের ব্যবহারকারী কুপের ভাড়া দিল্লি পর্যন্ত ৯৭৩০ টাকা৷ মুম্বাই মেলে ওই কুপের ভাড়া মুম্বাই পর্যন্ত ৯৭৮০ টাকা৷ চেন্নাই মেলে চেন্নাই পর্যন্ত কুপের ভাড়া ৮৭২০ টাকা৷
যাত্রীদের দাবী দীর্ঘপথ ও বেশি ভাড়া দিয়ে যাত্রার সময়ে এই পরিষেবা চাওয়াটা অমূলক নয়৷ রেল জানিয়েছে, কনডম জোগান দেওয়াটা কোনো অশালীনতার লক্ষণ নয় বরং সচেতনতার নজির৷ বেশ কয়েক বছর আগে রেল কনডম জোগান দিতে ভেন্ডিং মেশিন লাগিয়েছিল হাওড়া, শিয়ালদহের মতো বড় স্টেশনের শৌচালয়ে৷ ৫ টাকার কয়েন ফেললেই মিলত কনডম৷ এইডস সচেতনতার জন্য এমন পদক্ষেপ করা হয়েছিল৷ যাত্রীরা তা ব্যবহার না করায় সে সব মেশিন এখনো পড়ে রয়েছে নষ্ট অবস্থায়৷