News71.com
 International
 24 Feb 16, 01:48 AM
 903           
 0
 24 Feb 16, 01:48 AM

বাংলাদেশে হিন্দু মন্দিরের পুরোহিত হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের কেন্দ্রীয়মন্ত্রী বিজেপি নেতা বেঙ্কাইয়া নাইডুর ।।

বাংলাদেশে হিন্দু মন্দিরের পুরোহিত হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের কেন্দ্রীয়মন্ত্রী বিজেপি নেতা বেঙ্কাইয়া নাইডুর ।।

 

নয়াদিল্লি সংবাদদাতা : বাংলাদেশের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ এলাকায় মন্দিরের পুরোহিত যোগেশ্বর রায়ের হত্যাকাণ্ডের খবরে গভীর উদ্বেগ জানালেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির অন্যতম শীর্ষ নেতা বেঙ্কাইয়া নাইডু। এক টুইট বার্তায় উদ্বেগ জানিয়ে বেঙ্কাইয়া লিখেছেন, সন্দেহভাজন নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সন্ত্রাসবাদীদের হাতে পুরোহিত হত্যার খবরে বিচলিত বোধ করছি। আশা করি, এ ধরনের ঘটনা রুখতে বাংলাদেশের সরকার যতদূর কঠোর পদক্ষেপ করা সম্ভব, করবে ।

এলাকার লোকজন, প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পাঁচগড়ের স্থানীয় থানার পুলিশ অফিসার কাফিল উদ্দিন বলেছেন, গতকাল ভোরে একদল মোটরবাইক আরোহী দুষ্কৃতী আচমকা হানা দিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে হত্যা করে ৫০ বছর বয়সি যোগেশ্বরকে। পাশাপাশি তারা গুলি চালায়, বোমাও ছোঁড়ে। গুলি, বোমার আঘাতে তাঁকে বাঁচাতে ঘটনাস্থলে আসা দুজন ভক্ত জখম হন। হামলাকারীরা পালিয়ে যায়।

বাংলাদেশ সরকারের অবশ্য প্রবল দাবি, বাংলাদেশের মাটিতে অস্তিত্ব নেই আইএসের। পঞ্চগড় জেলার  পুলিশ সুপারের দাবি, আইএসের নামে দেওয়া ওই বিবৃতি সম্পূর্ণ ভিত্তিহীন।

তবে একটি সূত্রের অনুমান, এর পিছনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাতুল মুজাহিদিন, বাংলাদেশের হাত থাকতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। দুজন জামাতুল ও একজন জামাত-ই-ইসলামির সদস্য বলে দাবি করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন