নিউজ ডেস্ক : নেপালে আজ সকালের নিখোঁজ হওয়া বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তার বলছেন, দুই ইঞ্জিনের ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। দূর্ঘটনায় ২৩ আরোহীর মারাগেছে । তবে এটি ঠিক কীভাবে বিধ্বস্ত হয়েছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পোখরা থেকে উড্ডয়নের মাত্র আট মিনিট পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল জানাচ্ছে বিমান কতৃপক্ষ ।
সংশ্লিষ্ট সুত্র জানায় নেপালের তারা এয়ার কোম্পানির ওই বিমানটিতে ২০ যাত্রী ও তিন ক্রুসহ মোট ২৩ জন আরোহী ছিল। যাত্রীদের মধ্যে একজন চীনা ও একজন কুয়েতি নাগরিক ছিল। এছাড়া দুই শিশুও ছিল বলেও জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত আরোহীদের কারোই পরিচয় পাওয়া যায়নি। এর আগের খবরে বিমানটিতে সবমিলিয়ে ২১ জন আরোহী রয়েছে বলে জানিয়েছিল সংবাদ সংস্থা এএফপি ও বিবিসি।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক সঞ্জয় গৌতম বলেছেন, বুধবার মিয়াগদি জেলার ডানা গ্রামের কাছে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।
বুধবার সকালে পোখরা থেকে আভ্যন্তরীণ রুটে জোমসোমের উদ্দেশে ছেড়ে যাওয়ার মাত্র আট মিনিট পরেই বিমানটি নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরপরই বিমানটিকে খুঁজে বের করার চেষ্টা চালাতে থাকে অনুসন্ধানকারী দল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের সে প্রচেষ্টায় ব্যাঘাত ঘটেছিল বলে এএফপি জানিয়েছে।