আন্তর্জাতিক ডেস্ক : কিউবার বিপ্লবের অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রো ও বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বড় ভাই র্যামন কাস্ত্রো (৯১) গত মঙ্গলবার মারা গেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। খবর রয়টার্সের।
সরকারি ওয়েবসাইট কিউবাডিবেট-এ জানানো হয়, র্যামন কাস্ত্রো রাজধানী হাভানায় মৃত্যুবরণ করেন। শেষকৃত্য শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে পূর্ব কিউবার বিরান শহরে। সেখানেই জন্ম নেন তিন কাস্ত্রো।
যে সমাজতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে ফিদেল কাস্ত্রো ১৯৫৯ সালে কিউবার ক্ষমতায় বসেন, তাতে নানাভাবে সহায়তা করেন র্যামন কাস্ত্রো। যদিও তিনি কখনো হাতে অস্ত্র তুলে নেননি। র্যামন একপর্যায়ে সরকারের কৃষিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ।