News71.com
 International
 25 Feb 16, 10:37 AM
 714           
 0
 25 Feb 16, 10:37 AM

এগিয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়রথ ।। নেভাডা ককাসেও সহজেই জয়ী এই রিপাবলিকান

এগিয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্পের বিজয়রথ ।। নেভাডা ককাসেও সহজেই জয়ী এই রিপাবলিকান

নিউজ ডেস্ক : আসন্ন প্রেসিডন্ট নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প । যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে গত মঙ্গলবার অনুষ্ঠিত রিপাবলিকান দলের ককাস বা প্রাক্-নির্বাচনী ভোটে সহজেই জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার স্বপ্ন জিইয়ে রেখেছেন সিনেটর মার্কো রুবিও ও সিনেটর টেড ক্রুজ।

নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৪৫ দশমিক ৯১ শতাংশ ভোট। রুবিও ও ক্রুজ পেয়েছেন যথাক্রমে ২৩ দশমিক ৮৫ ও ২১ দশমিক ৩৮ শতাংশ। অতি সামান্য ভোট পেয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন গভর্নর জন কেইসিক ও অবসরপ্রাপ্ত শল্যচিকিৎসক বেন কারসন।

গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারির পরই নিশ্চিত হয়ে যায় যে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের বাছাইপর্বের নির্বাচন ট্রাম্প, রুবিও ও ক্রুজ—এই তিন প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দলীয় নেতৃত্ব ও মুখ্য চাঁদা প্রদানকারীরা উগ্রবাদী ও বেফাঁস কথাবার্তার জন্য বিতর্কিত ট্রাম্পের জয়ের সম্ভাবনায় উদ্বিগ্ন হয়ে সিনেটর রুবিওকে সমর্থন দেওয়া শুরু করেন।

নির্বাচনী ব্যালটে পাঁচ বা ছয়জন প্রার্থীর নাম থাকায় রিপাবলিকান ভোট বিভক্ত হয়ে পড়ছে। আর তার ফায়দা পাচ্ছেন ট্রাম্প। এ কারণে রিপাবলিকান শীর্ষ নেতৃত্ব যত দ্রুত সম্ভব ট্রাম্পের বিজয়রথ আটকাতে ট্রাম্প বিরোধিরা শুধু একজন প্রার্থী দাঁড় করাতে আগ্রহী তার বিরুদ্ধে ।

বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী প্রশ্নে উদ্বেগ ও ওয়াশিংটনে রিপাবলিকান নেতৃত্বের ব্যাপারে দেশের শ্বেতকায়দের অসন্তোষ খুব চাতুর্যের সঙ্গে কাজে লাগিয়ে দৌড়ে সবার চেয়ে এগিয়ে গেছেন ট্রাম্প। তাঁর নৌকার পালে যে জোর হাওয়া লেগেছে, তাকে ঠেকানো রুবিও বা ক্রুজ—কারও পক্ষেই সম্ভব হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন