News71.com
 International
 25 Feb 16, 10:44 AM
 689           
 0
 25 Feb 16, 10:44 AM

রাজ্যসভার অধিবেশন চারবার মুলতবি ।। জেএনইউ ইস্যু নিয়েও উত্তাল লোকসভা

রাজ্যসভার অধিবেশন চারবার মুলতবি ।। জেএনইউ ইস্যু নিয়েও উত্তাল লোকসভা

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আবেদনে সাড়া না দিয়ে গতকাল বুধবার ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার দ্বিতীয় দিনের অধিবেশন ভেস্তেই গেল। বিষয়বস্ত, দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা নিয়ে জেএনইউর ছাত্র আন্দোলন । তবে রাজ্যসভা অচল হলেও লোকসভার অধিবেশন অবশ্য পণ্ড হয়নি। সেখানে দিনভর চলে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) নিয়ে বিজেপি ও বিরোধীদের মধ্যে উত্তপ্ত বিতর্ক।

রাজ্যসভার অধিবেশন সারা দিনে চারবার মুলতবি হয় প্রধানত দুই নেত্রীর তীব্র বাদানুবাদের কারণে। রোহিতের মৃত্যু নিয়ে আলোচনার দাবি বিজেপি নেতৃত্ব মেনে নিলেও দলিত নেত্রী মায়াবতীর সঙ্গে প্রবল কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি। মায়াবতীর দাবি, রোহিতের মৃত্যু তদন্তে গঠিত কমিটিতে একজন দলিতকে রাখতে হবে। এই নিয়ে শুরু হয় বাদানুবাদ। মায়াবতী বলতে থাকেন, বিজেপি সরকার সারা দেশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শ চাপিয়ে দিতে চাইছে। রোহিতের মৃত্যুর জন্য মায়াবতী সরাসরি দায়ী করেন স্মৃতি ইরানিকে।

দলিত নেত্রী মায়াবতি বলেন, এই সরকার মুখে দলিতদের কথা বলে অথচ কাজে দলিতবিরোধী। রাজ্যসভার আলোচনায় নিজের উপর নিয়ন্ত্রন হারান কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি । উত্তেজিতভাবে তিনি দলিত নেত্রীর উদ্যেশ্যে প্রশ্ন করেন, জাতপাতের এই বিভাজনের রাজনীতি মায়াবতীরা আর কত দিন করবেন? দলিত ইস্যুতে মায়াবতীকে সমর্থন করেন কংগ্রেস ও বামপন্থীরা। বিরোধীরা দাবি জানাতে থাকেন, স্মৃতি ইরানিকে পদত্যাগ করতে হবে। ঠিক হয়, আজ বৃহস্পতিবার মায়াবতীর দাবির বিষয়ে সরকারের অভিমত জানার পর এ নিয়ে বিতর্ক হবে।

কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী সরকারের তীব্র নিন্দা করে সংসদ ভবন চত্বরে বলেন, ‘এরা আমাকে কিছুতেই কথা বলতে দেবে না। আমি বলতে শুরু করলেই ওরা বাধা দেবে। কারণ, ওরা আমায় ভয় পায়।’
রাহুলের বেঁধে দেওয়া সুর ধরেই বিতর্ক শুরু করেন জ্যোতিরাদিত্য। জেএনইউর বিক্ষোভের পেছনে বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানি হাফিজ সাইদের মদদ থাকার অভিযোগের উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য থেকে বোঝা যায়, ছাত্রদের প্রতি সরকার কতটা নির্দয়।

এদিকে বিজেপির সভাপতি অমিত শাহ রাজস্থানের দলীয় বিধায়ক জ্ঞানদেব আহুজাকে ডেকে সতর্ক করে দিয়েছেন। আহুজা সম্প্রতি কথিত পরিসংখ্যান দিয়ে বিতর্কিত এক মন্তব্যে বলেন, জেএনইউ নেশাখোর ও যৌন যথেচ্ছাচারীদের আখড়া হয়ে দাঁড়িয়েছে।

জানাগেছে আজ লোকসভায় পেশ হবে রেল বাজেট। আর রাজ্যসভা আলোচনা করবে ছাত্ররাজনীতি প্রসঙ্গে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন