নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড়ের আঘাতে অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন হাজারো মানুষ। জানাগেছে ভার্জিনিয়ার ওয়েভলি শহরে ঝড়ে এই তিনব্যক্তি মারা গেছেন। ঝড়টি ঘণ্টায় ৬০ মাইলেরও বেশি বেগে শহরটিতে আঘাত হানে।
একইভাবে মঙ্গলবার বেশ কয়েটি টর্নেডো লুইজিয়ানা, মিসিসিপি এবং ফ্লোরিডাতেও আঘাত হেনেছিল। তাতে অপর তিন ব্যক্তি মারা যান এবং শত শত বাড়ি ধ্বংস হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, ঝড়টির গমনপথে ৮০ লাখেরও বেশি মানুষের বসবাস।
ঘনবসতিপূর্ণ ওয়াশিংটন এবং ফিলাডেলফিয়ার মধ্যবর্তী অঞ্চলগুলোতে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।