আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনের একটি আদালত বুধবার একজন সুন্নি নেতাকে সরকারের বিরুদ্ধে উস্কানি দেয়ার দায়ে এক বছরের কারাদন্ড দিয়েছে। অবশ্য তার বিরুদ্ধে আদালত বল প্রয়োগে রাজনৈতিক পরিবর্তনে সহায়তা দেয়ার অপর একটি গুরুতর অভিযোগ বাতিল করেছে আদালত।
দন্ডপ্রাপ্ত সুন্নি মতাবলম্বী ইব্রাহিম শরিফের ধর্মনিরপেক্ষ ওয়ায়েদ মুভমেন্ট শিয়া সংখ্যাগুরু দলগুলোর পাশাপাশি ২০১১ সালে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়। ইব্রাহিম শরিফ তার বিরুদ্ধে আনীত অভিযোগ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেন।
এদিকে বাইরাইরে প্রসিকিউটর জেনারেল এক বিবৃতিতে উচ্চ ফৌজদারি আদালতের এ সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করে গুরুতর অভিযোগটি নিয়ে আপিল করার সম্ভাবনার প্রসঙ্গটি তুলে ধরেন। শরিফ ইতোমধ্যে ২০১১ সালের বিক্ষোভে জড়িত থাকার জন্য পাওয়া পাঁচ বছর কারাদন্ডের মধ্যে চার বছর কারা ভোগ করেছেন। গত জুনে বাদশার সাধারণ ক্ষমায় তিনি মুক্তি পান।
মানবাধিকার সংগঠনগুলো জানায়, ২০১১ সালের পর থেকে নিরপেক্ষতা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটিতে অন্তত ৮৯ জন নিহত, শত শত জনকে গ্রেফতার ও বিচারের সম্মুখীন করা হয়েছে। কয়েক ডজন ভিন্নমতাবলম্বীকে কারাগারে রাখা হয়েছে এবং অনেকের নাগরিকত্ব বাতিল করা হয়েছে।