News71.com
 International
 25 Feb 16, 02:53 AM
 701           
 0
 25 Feb 16, 02:53 AM

জাতিসংঘের উত্তর কোরীয় প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও চীন সম্মত ।।

জাতিসংঘের উত্তর কোরীয় প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও চীন সম্মত ।।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও চীন উত্তর কোরিয়াকে ‘পরমাণু অস্ত্রধারী দেশের’ মর্যাদা না দিতে এবং জাতিসংঘের ‘কঠোর ব্যবস্থা’ গ্রহণের প্রস্তাবে সম্মত হয়েছে। বুধবার হোয়াইট হাউস একথা জানিয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ‘উত্তর কোরিয়ার উসকানির বিরুদ্ধে কঠিন ও আন্তর্জাতিকভাবে সম্মিলিত জবাব দেয়ার গুরুত্বের ব্যাপারে’ সম্মত হন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মুখপাত্র নিড প্রাইস বলেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন করে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আগের শাস্তিমূলক ব্যবস্থাও বলবৎ থাকবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৈঠকে মার্কিন প্রেসিডন্ট বারাক ওবামা অংশ নেন। ওবামা বলেন, ওয়াশিংটনে মার্চ মাসের ৩১ তারিখ থেকে এপ্রিল মাসের ১ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় পরমাণু নিরাপত্তা শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চীনের প্রেসিডেন্ট শী জিনপিংকে স্বাগত জানানোর অপেক্ষায় তিনি রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন