আব্দুল হামিদ : এবার ধনি লোকের সংখ্যার দিক থেকেও আমেরিকাকে টেক্কা দিল চীন । শত কোটিপতির (বিলিয়নিয়ার) সংখ্যার দিক দিয়ে এবারই প্রথম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে টেক্কা দিয়ে বিশ্বের ১ নম্বরে চলে এসেছে চীনের রাজধানী বেইজিং। চীনেরই আরেক মহানগর সাংহাই উঠে এসেছে পঞ্চম স্থানে। ইতিমধ্যেই দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে টপকে গিয়েছিল চীন। সম্প্রতি চীনের গবেষণা প্রতিষ্ঠান হুরুন এক গবেষনা প্রতিবেদনে এ রিপোর্ট প্রকাশ করেছে।
হুরুনের প্রতিবেদন বলা হয়েছে ,বর্তমানে বেইজিংয়ে মোট ১০০ বিলিয়নিয়ারের বাস। নিউইয়র্কে এখন বাস করেন মোট ৯৫ জন বিলিয়নিয়ার। প্রতিবেদনে বলা হয়, গত এক বছরে নতুন ৩২ জন বিলিয়নিয়ার পেয়েছে চীনা রাজধানী বেইজিং । একই সময়ে নিউইয়র্ক পেয়েছে মাত্র চারজন নতুন বিলিয়নিয়ারকে।
সার্বিকভাবে দেশ হিসেবেও বিলিয়নিয়ারের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। গত এক বছরে নতুন ৯০ বিলিয়নিয়ারকে পেয়ে চীনে তাঁদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৮। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বর্তমানে শত কোটিপতির সংখ্যা ৫৩৫।
গবেষনায় জানাগেছে শহরগত ও দেশগত ভাবে চীন মার্কিনীদের টেক্কা দিলেও পৃথিবীতে শীর্ষ ১০ ধনির তালিকায় এখনো মার্কিনদের আধিপত্য বাজায় আছে । চীনের বিলিয়নিয়াররা বর্তমানে সমন্বিতভাবে ১ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের মালিক। এটা অস্ট্রেলিয়ার পুরো জিডিপির সমপরিমাণ।
গবেষনা নিবন্ধে বলা হয়েছে ,দেশের সামগ্রিক অর্থনীতির শ্লথগতি এবং শেয়ারবাজারের অস্থিরতার পরও চীনে বিত্তবানের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে। বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, শেয়ারবাজারে নতুন কোম্পানির প্রবেশ কয়েক বছর বন্ধ রাখার পর গত বছর তা উন্মুক্ত করে দেওয়ার কারণেই নতুন অনেক ধনকুবের উঠে এসেছেন বলে তিনি মনে করেন।
হুরুন রিপোর্টে বলেছে , শুধুমাত্র চীন নয় সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপীই ধনকুবেরের সংখ্যা বেড়েছে। তাদের হিসাবে বর্তমানে বিশ্বে ২ হাজার ১৮৮ জন বিলিয়নিয়ার রয়েছে, যা নতুন রেকর্ড। উল্লেখ্য চীনা সংস্থা হুরুন সাধারণত চীনের ধনকুবেরদের অর্থ-সম্পদের ওপর নজর রেখে থাকে।