News71.com
 International
 26 Feb 16, 02:09 AM
 743           
 0
 26 Feb 16, 02:09 AM

তুরস্কের জেল থেকে ছাড়া পেলেন দুই সাংবাদিক ।।

তুরস্কের জেল থেকে ছাড়া পেলেন দুই সাংবাদিক ।।

আন্তর্জাতিক ডেস্ক : রাস্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে আটক দুই সাংবাদিক আজ শুক্রবার জেল থেকে মুক্তি পেয়েছেন। তুরস্কের সাংবিধানিক আদালত তাদের মানবাধিকার লংঘন করা হয়েছে এমন রায় দেয়ার পর ওই সাংবাদিকদের মুক্তি দেয়া হল। তাদেরকে গত তিন মাস ধরে আটক রাখা হয়েছিল। তুরস্কের রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশের অভিযোগে আটক করা হয়েছিল।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, মুক্তি পাওয়া সাংবাদিকরা হলেন- কুমহুরিয়েত পত্রিকার প্রধান সম্পাদক ক্যান দুনদার ও আঙ্কারা ব্যুরো প্রধান এরদেম গুল। ইস্তাম্বুলের উপকণ্ঠে সিলিভরি জেল থেকে তাদেরকে মুক্তি দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন