সোহাগ সরকার , কলকাতা : ভারতের পশ্চিমবঙ্গে আলিপুরসহ আশপাশে বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত বেরকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী রাত সাড়ে আটার দিকে বৃষ্টি হয় ৩৯.৩ মিলিমিটার৷ মাঝরাতে নতুন করে তুমুল বৃষ্টি ঝড়ে৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৩.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আলিপুর আবহাওয়া দপ্তর । ফেব্রুয়ারি মাসে শহরে একদিনে এতটা বৃষ্টি গত ১০ বছরে কখনও হয়নি৷ হয়নি গোটা মাসেও৷ আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ি জানাগেছে বুধবার মাঝরাতের বৃষ্টিতে ভেঙে গিয়েছে ১১০ বছরের রেকর্ডও৷ গত শতাব্দিতে শেষ ১৯০৬ সালের ১৮ ফেব্রুয়ারি ৮০.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল কলকাতার আবহাওয়া অফিস খ্যাত আলিপুর ।
গত বুধবার বিকালেই আবহাওয়াবিদ গোকুলচন্দ্র দেবনাথ বলেছিলেন, এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া বেশ অস্থির৷ ফেব্রুয়ারিতে এমন প্রবল বর্ষণ সেই অস্থিরতারই একটি নমুনা৷ গত ২৪ ঘণ্টায় হলদিয়ায় বৃষ্টি হয়েছে ১১০ মিলিমিটার, দমদমে ১০০ মিলিমিটার৷ মাঝরাতে মহানগরের বহু জায়গাতেই জল দাঁড়িয়ে যায়৷ তবে বহু দিন পর বৃষ্টি নামায় সকাল হওয়ার আগেই জল নেমে যায়৷ ফলে শহরবাসীকে তেমন ভোগান্তিতে পড়তে হয়নি৷
আবহাওয়ার অস্থিরতার আর একটি নমুনা অবশ্যই কালবৈশাখী৷ সাধারণ নিয়মে চৈত্র-বৈশাখ মাসে ছোটনাগপুর মালভূমির দিক থেকে কালবৈশাখী ধেয়ে আসে দক্ষিণবঙ্গের দিকে৷ বিকাল-সন্দ্যা নাগাদই আছড়ে পড়ে ঝড়৷ সেই নিয়মের তোয়াক্কা না-করেই বুধবার গভীর রাতে কালবৈশাখী আছড়ে পড়েছে হলদিয়ায়৷ কলকাতাতেও ঝোড়ো হাওয়া বয়েছে৷ তবে শর্ত পূরণ না-হওয়ায় ওই ঝড়কে কালবৈশাখীর তকমা দিতে পারেননি আবহবিদরা৷ নিয়ম হল, বাতাসের সর্বোচ্চ গতিবেগ চকিতে ঘণ্টায় ৪৫ কিলোমিটারে বা তার উপরে পৌঁছতে হবে৷ এবং ওই গতিতে বইতে হবে অন্তত এক মিনিট৷ হলদিয়ায় বাতাসের গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার৷ তা স্থায়ী হয় এক মিনিট৷ কিন্ত্ত কলকাতায় ঝড়ে গতিবেগ ঘণ্টায় ৪৪ কিলোমিটারের উপরে ওঠেনি৷ ২০০১ সালের ১১ মার্চ একই দশা হয়েছিল৷ সে দিনও দক্ষিণবঙ্গে তড়িঘড়ি কালবৈশাখী হাজির হলেও, শর্ত পূরণ হয়নি কলকাতায়৷
বৃহস্পতিবার অবশ্য দক্ষিণবঙ্গের বৃষ্টিবাদলা তেমন হয়নি৷ তবে আকাশ মেঘলা থাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারেনি৷ বৃষ্টির হাত ধরে বহু দিন সর্বনিম্ন তাপমাত্রাও ২০.৩ ডিগ্রিতে নেমে এসেছে৷ ফলে আবহাওয়া বেশ মনোরম৷ আপাতত তাপমাত্রা এর আশপাশেই থাকবে৷ মৌসম ভবনের উপমহানির্দেশক গোকুলচন্দ্র দেবনাথ বলেন, বাংলাদেশের ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সরে এসেছে৷ সেটি যথেষ্ট জোরালো৷ এর প্রভাবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে৷ এই জোলো বাতাসই কালবৈশাখীর পরিস্থিতি অনুকূল করে তুলেছে৷ আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিবাদলা চলবে৷ কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে৷
হাওয়া অফিসের সতর্কতা, বৃষ্টি গরমের হাত থেকে স্বস্তি দিলেও, বজ্রগর্ভ মেঘের বাড়বাড়ন্ত বিপদ বাড়াতে পারে৷ কারণ হিসেবে আবহবিদরা বলছেন, পশ্চিমাঞ্চলের তাপমাত্রা বেশি রয়েছে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি৷ ফলে রাজ্যের বিভিন্ন অংশে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে৷ কলকাতা-হাওড়ায় পৌঁছনোর আগে সেই মেঘপুঞ্জ জুড়ে আরও বড় আকার ধারণ করছে৷ বুধবার যেমন, কলকাতার দিকে আসা উল্লম্ব বজ্রগর্ভ মেঘের দৈর্ঘ্য ১০-১৫ কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করেছে৷ ফলে মুহুর্মুহু বাজ পড়েছে৷ বৃষ্টিও হয়েছে প্রচুর৷ আগামী ২-৩ দিনের মধ্যে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা কই রকম থাকছে৷ ফলে ঝড়-বৃষ্টির সময় অন্দরে থাকার পরামর্শই দিচ্ছেন আবহবিদরা৷