News71.com
 International
 26 Feb 16, 04:10 AM
 717           
 0
 26 Feb 16, 04:10 AM

পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ভাঙলো ১১০ বছরের রেকর্ড ।। ২৪ ঘণ্টায় ৮৩.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড কলকাতার করে আলিপুরে

পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ভাঙলো ১১০ বছরের রেকর্ড ।। ২৪ ঘণ্টায় ৮৩.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড কলকাতার করে আলিপুরে

সোহাগ সরকার , কলকাতা : ভারতের পশ্চিমবঙ্গে আলিপুরসহ আশপাশে বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত বেরকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী রাত সাড়ে আটার দিকে বৃষ্টি হয় ৩৯.৩ মিলিমিটার৷ মাঝরাতে নতুন করে তুমুল বৃষ্টি ঝড়ে৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৩.৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আলিপুর আবহাওয়া দপ্তর । ফেব্রুয়ারি মাসে শহরে একদিনে এতটা বৃষ্টি গত ১০ বছরে কখনও হয়নি৷ হয়নি গোটা মাসেও৷ আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ি জানাগেছে বুধবার মাঝরাতের বৃষ্টিতে ভেঙে গিয়েছে ১১০ বছরের রেকর্ডও৷ গত শতাব্দিতে শেষ ১৯০৬ সালের ১৮ ফেব্রুয়ারি ৮০.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল কলকাতার আবহাওয়া অফিস খ্যাত আলিপুর ।

গত বুধবার বিকালেই আবহাওয়াবিদ গোকুলচন্দ্র দেবনাথ বলেছিলেন, এই মুহূর্তে রাজ্যের আবহাওয়া বেশ অস্থির৷ ফেব্রুয়ারিতে এমন প্রবল বর্ষণ সেই অস্থিরতারই একটি নমুনা৷ গত ২৪ ঘণ্টায় হলদিয়ায় বৃষ্টি হয়েছে ১১০ মিলিমিটার, দমদমে ১০০ মিলিমিটার৷ মাঝরাতে মহানগরের বহু জায়গাতেই জল দাঁড়িয়ে যায়৷ তবে বহু দিন পর বৃষ্টি নামায় সকাল হওয়ার আগেই জল নেমে যায়৷ ফলে শহরবাসীকে তেমন ভোগান্তিতে পড়তে হয়নি৷

আবহাওয়ার অস্থিরতার আর একটি নমুনা অবশ্যই কালবৈশাখী৷ সাধারণ নিয়মে চৈত্র-বৈশাখ মাসে ছোটনাগপুর মালভূমির দিক থেকে কালবৈশাখী ধেয়ে আসে দক্ষিণবঙ্গের দিকে৷ বিকাল-সন্দ্যা নাগাদই আছড়ে পড়ে ঝড়৷ সেই নিয়মের তোয়াক্কা না-করেই বুধবার গভীর রাতে কালবৈশাখী আছড়ে পড়েছে হলদিয়ায়৷ কলকাতাতেও ঝোড়ো হাওয়া বয়েছে৷ তবে শর্ত পূরণ না-হওয়ায় ওই ঝড়কে কালবৈশাখীর তকমা দিতে পারেননি আবহবিদরা৷ নিয়ম হল, বাতাসের সর্বোচ্চ গতিবেগ চকিতে ঘণ্টায় ৪৫ কিলোমিটারে বা তার উপরে পৌঁছতে হবে৷ এবং ওই গতিতে বইতে হবে অন্তত এক মিনিট৷ হলদিয়ায় বাতাসের গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার৷ তা স্থায়ী হয় এক মিনিট৷ কিন্ত্ত কলকাতায় ঝড়ে গতিবেগ ঘণ্টায় ৪৪ কিলোমিটারের উপরে ওঠেনি৷ ২০০১ সালের ১১ মার্চ একই দশা হয়েছিল৷ সে দিনও দক্ষিণবঙ্গে তড়িঘড়ি কালবৈশাখী হাজির হলেও, শর্ত পূরণ হয়নি কলকাতায়৷

বৃহস্পতিবার অবশ্য দক্ষিণবঙ্গের বৃষ্টিবাদলা তেমন হয়নি৷ তবে আকাশ মেঘলা থাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠতে পারেনি৷ বৃষ্টির হাত ধরে বহু দিন সর্বনিম্ন তাপমাত্রাও ২০.৩ ডিগ্রিতে নেমে এসেছে৷ ফলে আবহাওয়া বেশ মনোরম৷ আপাতত তাপমাত্রা এর আশপাশেই থাকবে৷ মৌসম ভবনের উপমহানির্দেশক গোকুলচন্দ্র দেবনাথ বলেন, বাংলাদেশের ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সরে এসেছে৷ সেটি যথেষ্ট জোরালো৷ এর প্রভাবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে৷ এই জোলো বাতাসই কালবৈশাখীর পরিস্থিতি অনুকূল করে তুলেছে৷ আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিবাদলা চলবে৷ কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে৷

হাওয়া অফিসের সতর্কতা, বৃষ্টি গরমের হাত থেকে স্বস্তি দিলেও, বজ্রগর্ভ মেঘের বাড়বাড়ন্ত বিপদ বাড়াতে পারে৷ কারণ হিসেবে আবহবিদরা বলছেন, পশ্চিমাঞ্চলের তাপমাত্রা বেশি রয়েছে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি৷ ফলে রাজ্যের বিভিন্ন অংশে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে৷ কলকাতা-হাওড়ায় পৌঁছনোর আগে সেই মেঘপুঞ্জ জুড়ে আরও বড় আকার ধারণ করছে৷ বুধবার যেমন, কলকাতার দিকে আসা উল্লম্ব বজ্রগর্ভ মেঘের দৈর্ঘ্য ১০-১৫ কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করেছে৷ ফলে মুহুর্মুহু বাজ পড়েছে৷ বৃষ্টিও হয়েছে প্রচুর৷ আগামী ২-৩ দিনের মধ্যে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা কই রকম থাকছে৷ ফলে ঝড়-বৃষ্টির সময় অন্দরে থাকার পরামর্শই দিচ্ছেন আবহবিদরা৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন