আন্তর্জাতিক ডেস্ক : নেপালে দুদিনের মাথায় আবার বিধ্বস্ত হয়েছে যাত্রীবাহী একটি বিমান। ১১ জন যাত্রী নিয়ে বিমানটি হিমালয় সীমান্তের কাছে পাহাড়ের ওপর বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য এর আগে গত বুধবার আরেকটি বিমান বিধ্বস্ত হলে যাত্রী, ক্রুসহ ২৩ জন নিহত হন।
নেপাল সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, প্রাথমিকভাবে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।মুখপাত্র বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে আশপাশের কোনো মাঠে অবতরণের চেষ্টার সময় পাহাড়ে বিধ্বস্ত হয় কাষ্ঠমণ্ডপ এয়ারলাইন্সের বিমানটি।
যে স্থানে দূর্ঘটনাটি ঘটেছে সেটি দূর্গম পাহাড়ী এলাকা বলে জানাগেছে । যে পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে সবচেয়ে কাছের শহর থেকে পৌঁছাতে চার ঘণ্টা সময় লাগে। হেলিকপ্টারসহ পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানাযায়নি।