আন্তর্জাতিক ডেস্ক : আজ দুপুরে আর্জেন্টিনায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। আজ শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫২ মিনিটে ভুকম্পনটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার স্যান মার্টিন থেকে ৭৯ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৫ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত এ ভুমিকম্পের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি ।