আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে বর্তমান ক্ষমতাসিন সংস্কারপন্থীরা এগিয়ে রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। এর ফলে উদারনৈতিক প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবারের নির্বাচনের বুথফেরত জরিপে দেখা গেছে নির্বাচনে অংশ নেয়া ৩টি প্রধান রাজনৈতিক দলের কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
উল্লেখ্য গত শুক্রবার ইরানে ১০ম জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়। বিপুল সংখ্যক ভোটারউপস্থিতির কারণে রাজধানী তেহরানসহ বেশ কয়েকটি শহরে অন্তত ৫ দফা সময় বাড়িয়ে স্থানীয় সময় রাত পৌনে ১২টায় ভোটগ্রহণ শেষ হয়।
ইরানি স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল রেজা রাহমানি ফজলি শনিবার জানান, মোট ভোটের ৭০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচিত ২৯০ জন জনপ্রতিনিধি আগামী ৩রা মে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এই নির্বাচনে বিশেষজ্ঞ পরিষদের ৮৮ জন সদস্যও নির্বাচিত হবেন।