News71.com
 International
 13 Jan 16, 02:26 AM
 1349           
 0
 13 Jan 16, 02:26 AM

চিকিৎসাধীন অবস্থায় দিল্লীর সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন জেনারেল জ্যাকব।

চিকিৎসাধীন অবস্থায় দিল্লীর সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন জেনারেল জ্যাকব।
নিউজ ডেস্কঃ 
ভারতীয় সেনাবাহিনীর সনামধন্য সেনা কর্মকর্তা জেনারেল জে এফ আর জ্যাকব আজ বুধবার সকালে দিল্লীর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই সেনা কর্মকর্তা। মুক্তিযুদ্ধকালীন সময়ে তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের পক্ষ থেকে তাকে সম্মাননাও দেওয়া হয়। জেনারেল জ্যাকবের মৃত্যুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জনতা মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন