আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে ডেবিড ক্যামেরুনের ব্রিটেন ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে বৃহৎ অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীরা। চীনে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনের পর এক বিবৃতিতে তারা এ সতর্কতা দেন।
জি-২০ সন্মেলনে অংশ নিয়ে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী চ্যান্সেলর জর্জ অসবর্ন বলেন, বিষয়টি অত্যন্ত জটিল। ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে চলতি বছরের ২৩ জুন ব্রিটেনের পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য গত শুক্রবার ব্রিটেন, চীন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিশ্চিয়ান লাগার্দে সাংহাইয়ে জি-২০ সম্মেলনে বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা করেন। এ সময় তারা ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ফলে বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।