আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ওবামার থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুলনামূলকভাবে ভালো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল রাতে নিউ ইয়র্কে এক ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলো
ট্রাম্প বলেন, পুতিন এমন একজন নেতা যিনি আমাদের প্রেসিডেন্ট থেকে ভালো পর্যায়ের। নিজ দেশের ওপর তার নিয়ন্ত্রণ রয়েছে। বৈশ্বিক অস্থিরতায় বীজ বপণ করছে রাশিয়া’ পেন্টাগনের এমন অভিযোগের পরপরই এ মন্তব্য আসলো ট্রাম্পের মুখ থেকে। এদিকে অনুষ্ঠিত ওই ফোরামে বক্তব্য রাখেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।