আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের গণতান্ত্রিক সরকারের কার্যক্রমে আরো গতি আনতে দেশটির ওপর থেকে শিগগির নিষেধাজ্ঞা তুলে নিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার কার্যালয় হোয়াইট হাউসে এক বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও সরকারি উপদেষ্টা অং সান সু চিকে এ কথা জানিয়েছেন।
গত নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর সু চি গত বুধবার প্রথম হোয়াইট হাউসে অতিথি হন। এদিন বারাক ওবামা বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমরা বার্মার (মিয়ানমারের আরেক নাম) ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছি, সেগুলো প্রত্যাহার করে নিতে যুক্তরাষ্ট্র এখন প্রস্তুত।’
তিনি আরো বলেন, ‘নবোদ্যমে কাজ শুরু করা বার্মার জনগণ যেন কাঙ্ক্ষিত সাফল্য পায়, তা নিশ্চিৎ করার এটাই (নিষেধাজ্ঞা প্রত্যাহার) সঠিক পথ।’
প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি মিয়ানমারকে ফের শুল্ক সুবিধার আওতায় নিতে চান।