আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৬ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন ।
আজ দেশটির আফগানিস্তান সীমান্তের উপজাতীয় এলাকা মোহাম্মদ এজেন্সির এনবার তেহসিলে এ ঘটনা ঘটে বলে কতৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। হামলার পর পরই আহতদের উদ্ধার করা স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।