News71.com
 International
 16 Sep 16, 06:59 PM
 339           
 0
 16 Sep 16, 06:59 PM

রাষ্ট্রসঙ্ঘের ভাষণে গুরুত্ব দিয়ে কাশ্মির প্রসঙ্গ তুলবেন বলে হুরিয়ত নেতাদের আশ্বস্থ করলেন পাক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ....

রাষ্ট্রসঙ্ঘের ভাষণে গুরুত্ব দিয়ে কাশ্মির প্রসঙ্গ তুলবেন বলে হুরিয়ত নেতাদের আশ্বস্থ করলেন পাক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ....

আন্তর্জাতিক ডেস্ক : আগামী  সপ্তাহে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের ৭১-তম অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে শুক্রবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হুরিয়ত নেতাদের সঙ্গে দেখা করলেন নওয়াজ শরিফ। মুজফফরাবাদে হওয়া সেই বৈঠকে হাজির ছিলেন পাক অধিকৃত কাশ্মীরের ‘প্রেসিডেন্ট’ সর্দার মাসুদ খান, ‘প্রধানমন্ত্রী’ রাজা ফারুক হায়দরও। সেখানে হুরিয়ত নেতাদের পাক প্রধানমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন যে, তিনি রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনের ভাষণে কাশ্মীর ইস্যুকে ‘গুরুত্ব সহকারে তুলে ধরবেন’। ২১ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার কথা তাঁর।

কাশ্মীরে অত্যাচার চরমে পৌঁছেছে বলে মন্তব্য করে শরিফ বলেছেন, কাশ্মীরীদের নৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন বহাল রাখবে পাকিস্তান। কাশ্মীরের চলতি হিংসা প্রসঙ্গে তিনি ‘অত্যাচারের অবসান, সত্যের জয় হবেই’, এমন মন্তব্যও করেন বলে খবর।

তিনি এও বলেন, কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবি পুরোপুরি ন্যয্য, এমনকী আন্তর্জাতিক সম্প্রদায়ও তা মেনে নিয়েছে।

রাষ্ট্রসঙ্ঘকে তাদের নিজেদের গৃহীত প্রস্তাবের সঙ্গে সাযুজ্য  রেখে দায়িত্ব পালনের ডাক দিয়ে শরিফ বলেন, শেষ পর্যন্ত কাশ্মীরীদের আন্দোলন সফল হবেই। কেননা বলপ্রয়োগ করে এ ধরনের আন্দোলন দমিয়ে রাখা যায় না, ইতিহাসেই এর সাক্ষ্য রয়েছে। যেখানে যত মঞ্চ আছে, সর্বত্র কাশ্মীর সমস্যার সমাধান চেয়ে সরব হবে পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন