আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৫। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই ।
আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে আন্তর্জাতিক মাধ্যমগুলো এই তথ্য প্রকাশ করেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির পাগার আলম থেকে ৬৪.৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৬০.৩ কিলোমিটার গভীরে ।