News71.com
 International
 17 Sep 16, 10:17 AM
 403           
 0
 17 Sep 16, 10:17 AM

৯৮৯ টি প্রদীপ জ্বেলে ও বিশ্বের সবচেয়ে বড় কেক বানিয়ে জন্মদিনে শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রী মোদীকে...

৯৮৯ টি প্রদীপ জ্বেলে ও বিশ্বের সবচেয়ে বড় কেক বানিয়ে জন্মদিনে শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রী মোদীকে...

আন্তর্জাতিক ডেস্ক : বছরভর ব্যস্ততায় দেখা হয় না মায়ের সঙ্গে। কিন্তু নিজের জন্মদিন বলে কথা। ৭০তম জন্মদিনের সকালে তাই গুজরাতের গান্ধীনগরে গিয়ে মায়ের আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জন্মদিনে মায়ের কাছে ভারতনেতা গেলেন কনভয় এবং সব আধিকারিকদের ছাড়াই।

কিন্ত খবর কি চাপা থাকে । ঘটনা চাউর হতেই সেই সাত সকালে বাড়ির সামনে ভিড় জমিয়েছেন বহু উত্সাহী মানুষ। কিছুক্ষণ পর বাড়ির বারান্দা থেকে হাত নেড়ে শুভানুধ্যায়ীদের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এদিকে, তাঁর জন্মদিন উপলক্ষে সুরাতের একটি বেকারি তৈরি করেছে বিশ্বের সবচেয়ে লম্বা কেক। ৮ ফুটের বেশি লম্বা এই পিরামিড কেক তৈরি করে গিনেস বুকে নাম তুলে ফেলছে সুরাতের অতুল বেকারি। মোদীর জন্মদিনে আরও একটি রেকর্ড। গুজরাটের নভসারিতে ৯৮৯ টি প্রদীপ জ্বেলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন