News71.com
 International
 18 Sep 16, 10:40 AM
 305           
 0
 18 Sep 16, 10:40 AM

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পাচ্ছেন বঙ্গবিভূষণ ।।

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর পাচ্ছেন বঙ্গবিভূষণ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। গতকাল এ সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্য মন্ত্রীর কার্যালয় নবান্ন ভবনে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় অসাধারণ সব গান গেয়েছেন লতা। বাংলায় তার অবদানকে সম্মান জানাতে এই পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মমতা জানান, তিনি লতার সঙ্গে কথা বলেছেন। এতে এই সংগীত শিল্পী রাজিও হয়েছেন, ফলে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। আসন্ন দূর্গাপুজার পরেই উপমহাদেশের এই শ্রেষ্ঠ শিল্পীকে সম্মাননা দেওয়া হবে। লতা মঙ্গেশকরের জন্ম ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর ।

তিনি এক হাজারের বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। তাছাড়া ভারতের ২০টি অঞ্চলিক ভাষাতেও গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। বাংলাতেও তিনি অনেক গান করেছেন। ইতোপূর্বে ভারতের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন পাওয়া তিনি দ্বিতীয় সংগীতশিল্পী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন