আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর স্থাপনায় মার্কিন বিমান হামলায় দুঃখ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে তারা অনিচ্ছাকৃত বলেও আখ্যা দিয়েছে ।
বাংলাদেশ সময় গতকাল শনিবার দিনগত রাতে ওবামা প্রশাসনের পক্ষ থেকে এক ব্যাখ্যায় তুলে ধরা হয়, ভুলবশত প্রাণহানির ঘটনা ঘটেছে। যা কাম্য নয়। এ নিয়ে তারা অনুতপ্ত ।
মার্কিন জোটের এই হামলায় আন্তত ৬০ জন নিহতের অভিযোগ তুলেছে রাশিয়া ও সিরিয়া। তারা বলছে, প্রাথমিকভাবে যে ৩০ জন মৃতের কথা বলা হচ্ছে তা সঠিক নয়। হামলায় অন্তত ৬০ জন সিরিয়ান সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন ।