আন্তর্জাতিক ডেস্ক: কে এই জেনিফার? ভারতের তামিল নাড়ুর পন্ডিচেরির এক মহিলা অটোচালক তিনি। মহিলাদের অটো চালানো কোনও নতুন ঘটনা নয়। কিন্তু জেনিফারের কাহিনী অন্যদের থেকে একটু আলাদা। তিনি অভাবের তাড়নায় নয়, ভালবেসে গত ৮ বছর ধরে অটো চালাচ্ছেন!
জেনিফারের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার নজরে আনেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আকাঙ্খা দুরেজা। নিজের ফ্রেঞ্চ লেনের অফিসে যাওয়ার সময় প্রায়ই তার দেখা হয় জেনিফারের সঙ্গে।
ভালো ইংরেজি জানা জেনিফারের কাছে কোনো নামী কোম্পানিতে চাকরি জুটানো বড় ব্যাপার নয়। কিন্তু তিন চাকার এই বাহনকে ভালবেসেই ৮ বছর ধরে যাত্রী পারাপার করে চলেছেন তিনি। বিয়ে করে সংসার করছেন। স্বামীও অটোচালক এবং স্ত্রীর সিদ্ধান্তে তার পাশেই দাঁড়িয়েছেন।