আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রকিংহাম শহরে এক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । গতকাল স্থানীয় সময় বেলা ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে আজ আন্তর্জাতিক মাধ্যমগুলো প্রকাশ করেছে। সূত্রে জানা গেছে, স্থানীয় রামহ জুকো একাডেমির ফুটবল খেলোয়াড় ও কোচদের বহনকারী একটি বাস রক হিল শহর থেকে রেফোর্ড শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে।
বাসটির চাকার টায়ার পাংচার হয়ে এ দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করছেন ক্যারোলিনা অঙ্গরাজ্যের হাইওয়ে পেট্রোলের কর্মকর্তা জেফ গর্ডন ।