আন্তর্জাতিক ডেস্ক : 'কাজির গরু কিতাবে আছে গোয়ালে নেই' এমন একটি প্রবাদ সত্য হতে চলেছে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় । এক জরিপে দেশটিতে প্রায় ২৪ হাজার ভুতুড়ে সরকারি কর্মচারীর সন্ধান পাওয়া গেছে যাদের নাম খাতা কলমে থাকলেও বাস্তবে কোন অস্তিত্ব নেই। নাইজেরিয়ায় অস্তিত্বহীন এসব সরকারি কর্মচারিদের নামে একটি চক্র বেতন-ভাতা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ ছিল অনেকদিন থেকেই। দেশটির অর্থমন্ত্রণালয় নিরীক্ষা চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। এদের বেতন বন্ধ করা হলে সরকারের প্রতিমাসে প্রায় সাড়ে এগারো মিলিয়ন ডলার সাশ্রয় হবে। উল্লেখ্য গত বছর নাইজেরিয়াতে নতুন প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মাদু বুহারি ক্ষমতাসীন হবার পরে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন। আর তার এই কাজের অংশ হিসেবে সরকারী চাকুরীতে এই নিরীক্ষা চালায় দেশটির অর্থ মন্ত্রনালয়।