আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি শপিংমলে ছুরিকাঘাতে অন্তত ৮ জন আহত হয়েছেন। তবে, পুলিশের গুলিতে নিহত হয়েছেন সন্দেহভাজন হামলাকারী । গতকাল রাতে রাজ্যের মিনেপলিস শহরের ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমের সেন্ট ক্লাউড শহরে এ হামলা চালানো হয়। হামলার ধরন ও কারণ অস্পষ্ট। তবে, গুলিতে নিহত হওয়ার আগে সন্দেহভাজন হামলাকারী ‘আল্লাহ’ নাম জপছিল বলে জানানো হয়।
আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।