আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডে নির্ধাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে নৌকার ধাক্কায় শিশুসহ অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন ।
স্থানীয় সময় আজ বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। দ্বিতল নৌযানটিতে শতাধিক যাত্রী ছিলেন বলে জানিয়েছে স্থানীয় মাধ্যম। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান শেষে কতজন নিখোঁজ ও উদ্ধার করা হয়েছে সে বিষয়ে সঠিক তথ্য জানা যাবে ।