News71.com
 International
 19 Sep 16, 11:02 AM
 350           
 0
 19 Sep 16, 11:02 AM

পৃথিবীর ভারসাম্য রক্ষায় প্লাস্টিক ব্যবহার বন্ধ করল ফ্রান্স ।।

পৃথিবীর ভারসাম্য রক্ষায় প্লাস্টিক ব্যবহার বন্ধ করল ফ্রান্স ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ মানব সভ্যতায় এই দেশ বরাবার বিভিন্ন কাজে নিজেদের নিদর্শন রেখেছে। এবারও রাখল। ফের একবার গোটা বিশ্বকে পথ দেখাল তারা। পরিচ্ছন্নতা বজায় রাখতে ও বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে প্রথম দেশ হিসাবে প্লাস্টিকে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স।

২০১৬-র শুরুতেই ফ্রান্সে পলিথিন ব্যাগের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। শপিং মল ও দোকানে প্লাস্টিকের প্যাকেটে জিনিস দিতে নিষেধ করেছে সরকার। গত মাসেই ফ্রান্সে শক্তি সংরক্ষণের জন্য নতুন নীতি কার্যকর হয়েছে। তার পরই জারি করা হল এই নিষেধাজ্ঞা। একই সঙ্গে ঠিক করা হয়েছে, ২০২০ সাল থেকে ফ্রান্সে নিষিদ্ধ করা হবে সব রকমের প্লাস্টিকের কাপ, প্লেট ও চামচ।

বর্তমানে ফ্রান্সের ৪৭৩ কোটি পরিত্যক্ত প্লাস্টিকের কাপ-প্লেটের মধ্যে মাত্র ১ শতাংশ পুনর্ব্যবহার করা হয়। শক্তি খরচ বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে তাই প্লাস্টিক কাপ-প্লেটের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাব দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন