News71.com
 International
 19 Sep 16, 11:03 AM
 304           
 0
 19 Sep 16, 11:03 AM

গিনেস বুকে নাম লেখালেন অভিষেক বচ্চন।।

গিনেস বুকে নাম লেখালেন অভিষেক বচ্চন।।

আন্তর্জাতিক ডেস্কঃ সেরা অভিনেতা খেতাবটি না পেলেও গিনেস বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে ফেলেছেন অভিষেক বচ্চন! এই লড়াইয়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন হলিউড অভিনেতা উইল স্মিথকে।

২০০৪ সালে উইল স্মিথ ‘আই, রোবট’-এর প্রচারে ২ ঘন্টায় ৩টি ভিন্ন জায়গায় পৌঁছে যান। তারপরই কম সময়ে সবচেয়ে বেশি ‘পাবলিক অ্যাপিয়ারেন্স’ করার জন্য ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান এই তারকা। আর সেই রেকর্ডই ভেঙে দিয়েছেন অভিষেক বচ্চন। ১২ ঘন্টায় ৭টি শহরে পৌঁছে গিয়েছিলেন অভিষেক। যদিও নিজের প্রাইভেট জেট এবং গাড়িতে চেপেই এই অসাধ্য সাধন করলেন জুনিয়র বচ্চন। কিন্তু এত কম সময়ে প্রায় ১৮০০ কিলোমিটার পৌঁছানো সহজ কথা নয়। তাই এমন অসাধ্য সাধন করায় এখন গিনিস বুকে অভিষেক।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দিল্লি ৬’-এ অভিষেক ছবির প্রচার করেন গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ, দিল্লি, গুরগাঁও, চণ্ডীগড় ও মুম্বইতে। সোনম কাপুর ও অভিষেক বচ্চন অভিনীত এই সিনেমার বক্স অফিসে খুব সাড়া না ফেললেও সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন