News71.com
 International
 19 Sep 16, 11:21 AM
 296           
 0
 19 Sep 16, 11:21 AM

থাইল্যান্ডে যাত্রীবাহী পর্যটন নৌকা ডুবে ‍নিহত ১২

থাইল্যান্ডে যাত্রীবাহী পর্যটন নৌকা ডুবে ‍নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ১৫০ জন যাত্রীবাহী একটি পর্যটন নৌকা ডুবে ১২ জন ‍নিহত হয়েছেন। এছাড়া ঐ নৌকায় থাকা বহু মানুষ নিখোঁজ রয়েছে।

জানা গেছে, গতকাল রোববার ব্যাংককের উত্তরের একটি শহরের মসজিদ ভ্রমণ শেষে পর্যটকদের নিয়ে নৌকাটি ফেরার পথে নদীর একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এ ঘটনায় নিহতদের মধ্যে ৭ জন নারী, চার জন পুরুষ ও একজন বালক রয়েছে। এ দুর্ঘটনায় ৩৭ জন আহতও হয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন