News71.com
 International
 19 Sep 16, 12:31 PM
 301           
 0
 19 Sep 16, 12:31 PM

মদন মিত্রের জামিনে বিরোধিতায় কলকাতা হাইকোর্টে CBI, অস্ত্র সেই প্রভাবশালী তত্ত্ব

মদন মিত্রের জামিনে বিরোধিতায় কলকাতা হাইকোর্টে CBI, অস্ত্র সেই প্রভাবশালী তত্ত্ব

নিউজ ডেস্ক: মদন মিত্রের জামিনের বিরোধিতায় হাইকোর্টে যাচ্ছে CBI। ফের দ্রুত শুনানির আবেদন জানানো হবে। আবেদন জানাবেন স্বয়ং রাঘবচারুলু। মদন মিত্রের জামিনের পরেই, হাইকোর্টে আবেদন জানায় CBI। কিন্তু, দ্রুত শুনানিতে সম্মতি দেননি বিচারপতি। সারদা মামলায় ২২ মাস হাজতবাসের পর গত ৯ সেপ্টেম্বর জামিন পান মদন মিত্র। বিচারক জানান, মদন মিত্র আর প্রভাবশালী নন। তাই তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত।

যদিও, CBI-এর আইনজীবী রাঘবচারুলুর দাবি, প্রভাবশালী শব্দের অর্থই বুঝতে পারেননি বিচারক। বিধায়ক মা মন্ত্রী না হলেও, মদন মিত্রের প্রভাব প্রতিপত্তি বিন্দুমাত্র কমেনি বলেই দাবি CBI-এর। তিনি জেলের বাইরে থাকলে সাক্ষীরা বয়ান দিতে ভয় পাবে বলেও আশঙ্কা করছেন তদন্তকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন