News71.com
 International
 01 Mar 16, 02:37 AM
 805           
 0
 01 Mar 16, 02:37 AM

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গাড়িতে হামলা।। অভিযোগের তীর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দিকে

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গাড়িতে হামলা।। অভিযোগের তীর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দিকে

দিল্লি সংবাদদাতা : পঞ্জাবে আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গাড়িতে করে হামলা হয়েছে। পঞ্জাবের অকালি দলের বিক্ষোভকারীরা কেজরীবালের গাড়িতে পাথর, রড ছোঁড়ে বলে অভিযোগ। ভেঙে যায় গাড়ির সাইডের কাঁচ। তবে আঘাত লাগেনি কেজরীবালের। সম্পুর্ণ অক্ষত অবস্থাতেই রয়েছেন তিনি।

স্থানীয় পুলিশের মুখপাত্র জানিয়েছেন, কেজরিওয়াল যে অনুষ্ঠানে হাজির ছিলেন, তারই বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল ‘অকালি দল’ ও ‘দাঙ্গা পীড়িত’ গোষ্ঠীর সদস্যরা। বিষয়টি আঁচ করতে পেরে ব্যাঙ্কোয়েট হলের পিছনের দরজা দিয়ে পুলিশের সহায়তায় বাইরে বের হন কেজরিওয়াল। কিন্তু এই খবর জেনে যায় বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে এসে কেজরীবালের ইনোভা গাড়ি লক্ষ্য করে পাথর, রড ছুঁড়তে থাকে তারা।

ঘটনার পর আম আদমি পার্টির দাবি, এই হামলা পরিকল্পিত। সেইসময় ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশও। ছিলেন সিনিয়র সুপার। তবে তাদের সক্রিয় ভুমিকা না থাকার কারনে এমন পরিস্থিতিতে পড়তে হয় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে।

তবে ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেজরিওয়াল স্বয়ং। তিনি বলেন, "এই ঘটনা অভিপ্রেত নয়। এক টুইট বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল লিখেছেন, লুধিয়ানায় আমার গাড়ি লক্ষ্য করে পাথর, লাঠি সোটা ছোঁড়া হয়েছে। কাচ ভেঙে গিয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও কংগ্রেস কী নার্ভাস হয়ে পড়েছেন? এভাবে তাঁরা আমার মনোবল ভাঙতে পারবেন না।"

প্রসঙ্গত, পাঁচদিনের সফরে পঞ্জাব গিয়েছেন কেজরিওয়াল। সেখানে জলন্ধর, অমৃতসর, ফিরোজপুর, সাঙ্গরুর এবং ভাতিন্ডায় গিয়েছিলেন তিনি। আজ দিল্লিতে ফেরার আগে লুধিয়ানায় যাওয়ার পরিকল্পনা আগে থেকেই ঠিক করা ছিল তাঁর। সেখানে গিয়েই এই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন