News71.com
 International
 19 Sep 16, 01:41 PM
 325           
 0
 19 Sep 16, 01:41 PM

৯২তম জন্মদিনে শিল্পী সুচিত্রা মিত্রকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।।

৯২তম জন্মদিনে শিল্পী সুচিত্রা মিত্রকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রকে আজ তার ৯২তম জন্মদিনে স্মরণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগের একটি ওয়েবসাইটে প্রয়াত এই শিল্পীকে স্মরণ করে শ্রদ্ধা জানান তিনি।

১৯২৪ সালের এই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য শিল্পী সুচিত্রা মিত্র জন্মগ্রহণ করেন। ২০০১ সালের ৩ই জানুয়ারি তার মৃত্যু হয়। রবীন্দ্র সংগীতের জগতে সুচিত্রা মিত্র এক প্রাতঃস্মরণীয় নাম। দীর্ঘ সময় ধরে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র সঙ্গীত বিভাগের সর্বোচ্চ দায়িত্ব সামলে ছিলেন।

ভারত সরকার এই মহান শিল্পীকে ১৯৭৪ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। ২০০১ সালে তাকে কলকাতার শেরিফ পদ দিয়ে সম্মানিত করা হয়। বিশ্বভারতী তাকে ‘দেশিকোত্তম’ সম্মানে সম্মানিত করে। দুই বাংলার মানুষের কাছেই সুচিত্রা মিত্র আজও রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে সমানভাবে জনপ্রিয়। আজ এ কথা স্মরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীর প্রতি তার শ্রদ্ধা জানান। কলকাতার বিভিন্ন স্থানে সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে স্মরণ সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন