আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের মাথা আনতে পারলে ৫ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছেন এক ভারতীয় মুসলিম। তিনি ছত্রিশগড় হজ কমিটির প্রাক্তন সভাপতি ডক্টর সেলিমরাজ ।
আজ ছত্রিশগড়ে সাংবাদিক বৈঠক করে ডক্টর সেলিমরাজ জানান, ক্রমাগত ভারতের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে হাফিজ সাইদ। কাশ্মীরের উরি সেক্টরে জওয়ানদের উপর হামলার ঘটনাতেও রয়েছে পাক মদতপুষ্ট ভারত বিদ্বেষী জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। সেই সংগঠনের মাথা হাফিজের মাথা যে কাটতে পারবে, তাকে ৫ কোটি রুপি পুরস্কার দেব ।
সেলিমরাজ জানান, ভারতের অনেক মুসলমানই পাকজঙ্গি হামলায় মারা গেছেন। ক্রমাগত হামলায় শহিদ হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় জওয়ান। তাই, হাফিজ সাইদের মাথা কাটতে পারলেই তাকে ৫ কোটি রুপি দেব। যদি এর জন্য জমি বেচতে হয়, বেচে দেব। দেশের সম্মানের থেকে জমি-জায়গা বড় নয়। সেলিমরাজের কথায়, বন্দেমাতরমের বিরুদ্ধে যদি ওরা ফতোয়া জারি করতে পারে, তাহলে হাফিজ সাইদসহ সকল পাকমদতপুষ্ট জঙ্গিদের খতম করার ফতোয়া জারি দোষের কিছু নয় ।