News71.com
 International
 20 Sep 16, 12:34 AM
 388           
 0
 20 Sep 16, 12:34 AM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন পুলিশের হাতে আটক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন পুলিশের হাতে আটক

 

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন আহমদ খান রাহামিকে (২৮) আটক করেছে দেশটির পুলিশ। আজ স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক মাধ্যমগুলো ।

স্থানীয় পুলিশ জানায়, দেশটির নিউ জার্সির লিনদেন শহর থেকে তাকে আহত অবস্থায় আটক করা হয়। এর আগে তার সঙ্গে স্থানীয় পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আহমদ খান রাহামি ও ২ পুলিশ সদস্য আহত হন ।

এর আগে একই দিন তার ছবি সম্বলিত ‘ওয়ান্টেড পোস্টার’ প্রকাশ করে কেন্দ্রীয় তদন্ত অধিদফতর (এফবিআই)। সেখানে বলা হয়েছে, রাহামির সর্বশেষ অবস্থান ছিল নিউজার্সি অঙ্গরাজ্যের এলিজাবেথ শহরে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং ওজন প্রায় ২০০ পাউন্ড। রাহামির চুল, চোখ ও দাঁড়ি বাদামি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন