আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন আহমদ খান রাহামিকে (২৮) আটক করেছে দেশটির পুলিশ। আজ স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক মাধ্যমগুলো ।
স্থানীয় পুলিশ জানায়, দেশটির নিউ জার্সির লিনদেন শহর থেকে তাকে আহত অবস্থায় আটক করা হয়। এর আগে তার সঙ্গে স্থানীয় পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় আহমদ খান রাহামি ও ২ পুলিশ সদস্য আহত হন ।
এর আগে একই দিন তার ছবি সম্বলিত ‘ওয়ান্টেড পোস্টার’ প্রকাশ করে কেন্দ্রীয় তদন্ত অধিদফতর (এফবিআই)। সেখানে বলা হয়েছে, রাহামির সর্বশেষ অবস্থান ছিল নিউজার্সি অঙ্গরাজ্যের এলিজাবেথ শহরে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং ওজন প্রায় ২০০ পাউন্ড। রাহামির চুল, চোখ ও দাঁড়ি বাদামি ।