News71.com
 International
 20 Sep 16, 12:35 AM
 329           
 0
 20 Sep 16, 12:35 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বৈঠক ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বৈঠক ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিয়ানমারের নেত্রী অং সান সু চির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কে অবস্থানরত এ দুই নেতা আজ সকালে বৈঠকে বসেন। নিজ নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামী শেখ হাসিনা ও সু চিকে বৈঠকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। দ্বিপক্ষীয় বৈঠকটি জাতিসংঘ সদর দপ্তরে হয়েছে বলে পিআইডি জানিয়েছে ।

দীর্ঘ সামরিক শাসনের অবসানের পর মিয়ানমারে গণতন্ত্র ফিরলেও সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে রাষ্ট্র কিংবা সরকার প্রধান হতে পারেননি সু চি। তিনি উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শেখ হাসিনার সঙ্গে সু চির বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন