News71.com
 International
 20 Sep 16, 11:17 AM
 349           
 0
 20 Sep 16, 11:17 AM

ভারতীয় নৌবাহিনীর জন্য শক্তিশালী ডুবোজাহাজ বানাবে জার্মানি

ভারতীয় নৌবাহিনীর জন্য শক্তিশালী ডুবোজাহাজ বানাবে জার্মানি

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় নৌ-বাহিনীর জন্য টাইপ-২১৪ ডুবোজাহাজ তৈরি করার ইচ্ছা প্রকাশ করল জার্মান সংস্থা থাইসেনক্রুপ। এতে করে জানা গেছে, 75i ও P75i প্রজেক্টের আওতায় তৈরি হবে এই সাবমেরিন গুলি। যেগুলি হবে সিক্স নিউ জেনারেশন ডিজেল ইলেকট্রিক সাবমেরিন।

এ বিষয়ে থাইসেনক্রুপ সংস্থার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজিকিউটিভ রবি ক্রিপালানি বলেছেন, তারা ভারতীয় নৌ-বাহিনীর হয়ে HDW Class 214 সাবমেরিন তৈরি করতে সদা প্রস্তুত। ইতিমধ্যে সেনাবাহিনীকে ৪ টি অপারমাণবিক সাবমেরিন তৈরি করে দিয়েছে তারা।

জানা গেছে, যেহেতু মুম্বাইয়ের মাজাগাওন ডকে স্করপেন সাবমেরিন তৈরির কাজ চলছে, তাই আবারও কোন অ্যাডভান্স ডিজেল ইলেকট্রিক সাবমেরিন নৌ-বাহিনীর জন্য বরাদ্দ করা হবে কিনা সেকথা ভাবা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন